Saturday, 18 January, 2020

পদ্ধা সেতুর জন্য মাথা লাগবে এই গুজব ছড়িয়ে গেছে সারা দেশে


PODDA SETU

সম্প্রতি সারা দেশে মাথা কাটা একটি গুজব ছড়িয়ে গেছে । কেন এই গুজব ছড়ানো হয়েছে? আসলে কি সত্তি পদ্ধা সেতুর জন্য মাথা লাগবে। সাবাই বলছে পদ্ধা সেতুর জন্য মাথা কাটা লাগবে । কিন্তু এই গুজবের কোন প্রমান পাওয়া যায়নি, পদ্ধা সেতুর জন্য মাথা লাগবে । বিষয়টি নিয়ে সরকার ইতিমধ্যে এই গুজব বন্ধ করার জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে । কিন্তু যারা এই গুজব ছড়িয়েছে তাদের আইনের আশ্রয়ে আনা হোক ।

এই ধরনের গুজব বন্ধ না করলে সারাদেশে মানুষের মনের মধ্যে একটা ভয়ভীতি ঢুকে যাবে।  আবার অনেক জায়গায় ছেলে ধরা সন্দ্বেহে আটক হচ্ছে অনেক যুবক যুবতী । তার মধ্যে অনেকে গনপিটুনীতে মারাও যাচ্ছে । কেউ আবার হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হয়েছেন । দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনায় ঘটছে। অনেকের অনেক ধরনের মত মাথা কাটা হচ্ছে কিন্তু পদ্ধা সেতুর জন্য নয়। তাহলে কারা মাথা কাটছে আর কেনইবা মাথা কাটছে । এই প্রশ্ন সবারই থাকতে পারে ।

পুলিশ ইতিমধ্যে অনেক মাথা ধরা ব্যক্তিদেরকে আটক করেছে । কিন্তু কেন তারা মাথা কাটছে তার কোনো সম্ভাব্য খবর পাওয়া যায়নি । অনেকে বলছেন পদ্ধা সেতুর জন্য মাথা কাটা হচ্ছে । তাদের এই ভুল ধারনা কারনে অনেক জনসাধারন ভয় পাচ্ছে । যার কারণে অনেক সাধারণ মানুষ ভীত সম্পন্ন হয়ে পড়ছে । তাই সবাইকে সচেতন হতে হবে ।

রাজধানীর বাড্ডা এলাকায় ছেলে ধরার সন্দেহে প্রান গেল 2 হতোভাগ্য নারীর । ছেলের ভর্তির খোজে স্কুলে যাওয়ায়  ছেলে ধরার সন্দেহে পাবলিক নির্মমভাবে গনপিটুনীতে হত্যা করছে সেই হতভাগ্য মাকে । একদল মানুষের নৃশংসতায় সবাই ছিল অসহায় । এই ঘটনায় 5শ জনের বেশী অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা হয়েছে থানায় । একদল যুবকদল পিটিয়ে হত্যা করেছে সেই তাসলিমা জাহান রেনুকে । এক হতভাগ্য মাকে । এই ধরনের গুজব আজও বন্ধ না হলে এভাবেই অহরহ যেতে থাকবে অনেক অসহায় মা ও বোনদের ।